ঢাকাসোমবার , ২৩ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

পুলিশকে জনবান্ধব ও মানবিক হতে হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা

rising sylhet
rising sylhet
জুন ২৩, ২০২৫ ৫:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ads

অন্তর্র্বতীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফট্যানেন্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন ,কলঙ্ক মোচনের জন্য পুলিশকে জনবান্ধব ও মানবিক হতে হবে ।

সোমবার (২৩ জুন) বিকেলে টাঙ্গাইল জেলা প্রশাসকের সভাকক্ষে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

বর্তমানে পুলিশের কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, জনগণ সন্তুষ্ট থাকলে আমার সন্তুষ্ট। আমি তাদের প্রতিনিধিত্ব করছি। সন্তুষ্ট কোনো প্যারামিটের না। আমরা চেষ্টা করে যাচ্ছি যেন সবাইকে ভালো রাখতে পারি।

বন্যা প্রসঙ্গে  জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বন্যা এখনও আসেনি। দোয়া করবেন যেন না আসে। যদি আসে তাহলে আমাদের সবধরনের প্রস্তুতি আছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা মব প্রসঙ্গে বলেন, মব বন্ধে আমরা কঠোর হস্তে দমন করার জন্য চেষ্টা করে যাচ্ছি। গত যে ঘটনা ঘটেছে এতে আমাদের বাহিনীর কেউ দায়ী থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং যারা এটা করছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হক, জেলা পুলিশ মো. মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।