ঢাকাসোমবার , ২৩ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ধর্ম নিয়ে কটূক্তির অ ভি যোগে বাবা-ছেলেকে আ ট ক

rising sylhet
rising sylhet
জুন ২৩, ২০২৫ ৬:০৫ অপরাহ্ণ
Link Copied!

ads

ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে বাবা-ছেলেকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। রোববার বিকেলে লালমনিরহাট শহরের হানিফ মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার এক কিশোর সেলুনে চুল কাটাতে গেলে পরেশ চন্দ্র শীল তাকে উদ্দেশ করে ধর্ম নিয়ে কটূক্তি করেন। পরে বিষয়টি জানাজানি হলে রোববার যোহরের নামাজ শেষে স্থানীয় মুসল্লিরা ওই সেলুনে গিয়ে পরেশ চন্দ্রকে এ বিষয়ে জিজ্ঞাসা করে। পরে পরেশ চন্দ্র শীল ও তার ছেলে বিষ্ণু চন্দ্র শীলকে মারধর করে পুলিশে সোপর্দ করে উত্তেজিত জনতা। পুরো বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে থানার সামনে জড়ো হতে থাকে মুসল্লিরা। এ সময় উত্তেজিত জনতা থানা ঘেরাও করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে। পরে যৌথবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে আগামী মঙ্গলবার বাদ যোহর অভিযুক্তদের উপযুক্ত শাস্তির দাবিতে রেলওয়ে স্টেশন মসজিদ থেকে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করেন কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা আতিকুর রহমান।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরনবী মিয়া বলেন, আটক দুইজন এর আগেও ধর্ম নিয়ে কটূক্তি করেছেন। সর্বশেষ শুক্রবার একই কাজ তারা আবার করেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আটকরা হলেন- শ্রী পরেশ চন্দ্র শীল (৬৯) ও তার ছেলে বিষ্ণু চন্দ্র শীল (৩৫)। তারা পেশায় নাপিত।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।