
রাইজিংসিলেট- কাতারের মধ্যস্থতায় ইরান সম্মত শান্তি আলোচনায়। রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে ইরানের এক সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির বিষয়ে তারা সম্মত হয়েছে। এই সিদ্ধান্তে পৌঁছাতে কাতার মধ্যস্থতার ভূমিকা পালন করেছে।
প্রতিবেদনে বলা হয়, কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুলরহমান আল থানি ইরানি কর্মকর্তাদের সঙ্গে ফোনে কথা বলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আসা যুদ্ধবিরতির প্রস্তাব সম্পর্কে আলোচনা করেন এবং সম্মতির বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, গত সোমবার (২৩ জুন) কাতারের একটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার পর এই প্রস্তাব দেওয়া হয়।
সূত্র জানায়, ইসরায়েল যদি যুদ্ধবিরতির বিষয়ে সম্মত হয়, তাহলে ইরানকেও রাজি করাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দোহাকে সহায়তার আহ্বান জানান। এরপরই ইরানকে ফোন করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।