
রাইজিংসিলেট- চাঁদপুরে মাদ্রাসা ছাত্র মিলন হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন। চাঁদপুরের কচুয়ায় সম্পত্তিগত বিরোধের জেরে ১২ বছর বয়সী মাদ্রাসা ছাত্র মো. মিলন হোসেনকে নির্মমভাবে হত্যা করার দায়ে দুইজনকে মৃত্যুদণ্ড এবং একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার (২৪ জুন) দুপুরে চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ তাফাজ্জল হোসেন হিরু এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন শামিম হোসেন (২৮) ও সোহাগ হোসেন (২৮)। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হলেন মো. রাব্বি হোসেন (২৮)। হত্যাকাণ্ডের শিকার মিলন হোসেন ছিলেন কচুয়া উপজেলার কান্দিরপাড় গ্রামের মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।
২০১৫ সালের ২৯ জুন দুপুরে মিলন রহিমানগর বাজারে যাওয়ার পর আর ফিরে আসেনি। ২ জুলাই মিলনের মরদেহ উদ্ধার হয়। মামলার তদন্তে উঠে আসে, সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে শামিম, সোহাগ ও রাব্বি মিলে মিলনকে শ্বাসরোধ ও পানিতে ডুবিয়ে হত্যা করে।
মামলার দীর্ঘ বিচার প্রক্রিয়ায় ২২ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করে আদালত। অপরাধ প্রমাণিত হওয়ায় আসামি শামিম ও সোহাগকে মৃত্যুদণ্ড, প্রত্যেককে ১ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ড এবং রাব্বিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ বছর কারাদণ্ডে দণ্ডিত করা হয়।