ঢাকামঙ্গলবার , ২৪ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সাত বছরের এক প্রতিবন্ধী শিশুকে ধ র্ষ ণে র অ ভি যো গ

rising sylhet
rising sylhet
জুন ২৪, ২০২৫ ৪:২৮ অপরাহ্ণ
Link Copied!

ads

এক প্রতিবন্ধী শিশুকে (৭) ধর্ষণ করার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী শিশুকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার রাতে ওই শিশুকে রামেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়।

মঙ্গলবার (২৪ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহীর বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম।

এ বিষয়ে রাজশাহীর বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, সোমবার রাত আনুমানিক ১১টা থেকে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। যেহেতু মেয়েটি বাকপ্রতিবন্ধী, তাই কিছু বলতে পারছে না। সে কারণে কোনো অভিযোগ এখনও পাইনি।

অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

রামেক হাসপাতালের মুখপাত্র ড. শংকর কুমার বিশ্বাস বলেন, সোমবার দিনগত রাত ৩টার দিকে ওই শিশুকে রামেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। পরে দায়িত্বরত চিকিৎসক তাকে ওসিসিতে ভর্তির নির্দেশ দেন। সেই অনুযায়ী তাকে সেখানে ভর্তি করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।