
রাইজিংসিলেট- সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নে চলন্ত সিএনজি অটোরিকশা থেকে গুলি চালিয়ে এক যুবককে আহত করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৪ জুন) রাত ৯টার দিকে লহরী ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আহত যুবকের নাম আজিজুর রহমান (৪০), তিনি নাচুনী গ্রামের বাসিন্দা। জানা গেছে, ঘটনার সময় তিনি মাছ ধরার জন্য জমিতে সেচ দিচ্ছিলেন এবং সড়কের পাশে চা পান করছিলেন। এ সময় একটি চলন্ত সিএনজি থেকে গুলি ছোড়া হয়, যা তার বাম হাতে বিদ্ধ হয়।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে থানায়, পরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। ঘটনার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাবুল আহমদ (৩৮) নামে একজনকে সন্দেহভাজন হিসেবে হেফাজতে নিয়েছে।
আজিজুর বলেন, “আমরা পাঁচ ভাইয়ের মধ্যে চারজনই প্রবাসী। দেশে আমি একা থাকি। আমার অনেক শত্রু আছে। মনে হচ্ছে প্রতিপক্ষের কেউই আমাকে হত্যার চেষ্টা করেছে। সুস্থ হয়ে সব বলবো।”
বিশ্বনাথ থানার ওসি এনামুল হক চৌধুরী জানান, ঘটনাটি তদন্তাধীন এবং অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে।