ঢাকাবুধবার , ২৫ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

কাতারে হামলার জন্য দুঃখ প্রকাশ করেছেন ইরানের প্রেসিডেন্ট

rising sylhet
rising sylhet
জুন ২৫, ২০২৫ ৩:৩০ অপরাহ্ণ
Link Copied!

ads

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার জন্য দুঃখ প্রকাশ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান । গত ২৩ জুন এই হামলা চালানো হয়।

মঙ্গলবার (২৪ জুন) কাতারের আমিরের সঙ্গে এক ফোনালাপে ইরানি প্রেসিডেন্ট এ দুঃখ প্রকাশ করেন। কাতারের দিওয়ান থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, হামলার লক্ষ্যবস্তু কাতার বা তার জনগণ নয় এবং এটি কাতারের জন্য কোনো হুমকি নয়।

ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ওই মার্কিন ঘাঁটিতে ইরান ১৯টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে; এর মধ্যে ১৮টি প্রতিরক্ষা বাহিনী প্রতিহত করেছে।

পেজেশকিয়ান বলেন, কাতার প্রতিবেশী, মুসলিম ও ভ্রাতৃপ্রেমী রাষ্ট্র হিসেবে থাকবে এবং দুই দেশের সম্পর্ক সার্বভৌমত্ব ও প্রতিবেশীসুলভ আচরণের ভিত্তিতে বজায় থাকবে।

হামলার সময় কাতারের রাজধানী দোহা ও অন্যান্য অঞ্চলে বিস্ফোরণের শব্দ শোনা যায়। তবে কাতারের কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, হামলার আগে বিমানঘাঁটি খালি করা হয়েছিল।

ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, মার্কিন সামরিক আগ্রাসনের প্রতিশোধ হিসেবে তারা পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।