
আগামী মাসে বাংলাদেশে আসছে পাকিস্তান ক্রিকেট দল। এই সিরিজকে সামনে রেখে বুধবার (২৫ জুন) এক বিজ্ঞপ্তির মাধ্যমে সিরিজের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সিরিজকে সামনে রেখে আগামী ১৬ জুলাই ঢাকায় পা রাখবে পাকিস্তান।
২০ জুলাই সিরিজের প্রথম ম্যাচে দুই দল মুখোমুখি হবে। ২২ এবং ২৪ জুলাই দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ মাঠে গড়াবে। সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচগুলো শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ছয়টা থেকে।
পাকিস্তান সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৩-০ ব্যবধানে হেরে হোয়াইটওয়াশের লজ্জায় পড়েছিল বাংলাদেশ। এর আগে ২০২০ সালে দুই ম্যাচের এবং ২০২১ সালে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানের কাছে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।