
আজ সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আ ন্দো ল নে র মহাসমাবেশ। নির্বাচনী পদ্ধতি সংস্কার ও পিআর পদ্ধতির দাবিতে আজ (২৮ জুন) সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ২টা থেকে মূল অনুষ্ঠান হবে। সভাপতিত্ব করবেন দলের আমির ও চরমোনাই পীর মুফতি রেজাউল করীম।
সমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মুফতি ফয়জুল করীম জানিয়েছেন, সারাদেশ থেকে কয়েক লাখ মানুষের অংশগ্রহণ প্রত্যাশিত। ফ্যাসিবাদবিরোধী ও পিআর পদ্ধতির পক্ষে থাকা বিভিন্ন দলের নেতাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।