 
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি :: সিলেটের জৈন্তাপুর উপজেলায় চারিকাটা ইউনিয়নের দ্যা মেঘালয় টি এস্টেটের সরকারি ইজারা বাতিল করে এবং স্থানীয় বসবাসরত বাসিন্ধাদের মধ্যে বন্দবস্ত প্রদানের দাবীতে তৃতীয় বার মানববন্ধন পালনে করেছে স্থানীয়রা।
২৯শে জুন রবিবার বিকেল ৪ টায় চারিকাটা ইউনিয়নের ৫মৌজাবাসীর আয়োজনে চতুল বাজারস্থ দরবস্ত-কানাইঘাট সড়কে মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানব বন্ধনের আগে জাফরাং ব্রীজ হতে ৫মৌজার বাসিন্ধরা বিশাল মিছিল নিয়ে চতুল বাজারে মানববন্ধনে যুক্ত হয়।
৫মৌজার পক্ষে আমির আলির সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সাবেক সভাপতি নাজমুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা কৃষকদলের যুগ্ম-আহবায়ক আলতাফ হোসেন বিলাল, চারিকাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহআলম চৌধুরী তোফায়েল। আরও বক্তব্য রাখেন ইউপি সদস্য মনির আহমেদ, হাফিজ জালাল উদ্দীন, কামাল উদ্দিন, সামসুল হক, আবদুল মালিক, জহিরুল ইসলাম, ফয়সল আহমেদ, জুবায়ের আহমেদ, মাষ্টার দেলোয়ার হোসেন সহ অন্যান্যরা।
মানববন্ধনে বক্তারা বলেন, ৫মৌজার মানুষ স্বাধীনতার পূর্ব হতে অত্র এলাকায় বসবাস করে আসছে। বিগত সরকারের আমলে এলাকায় জনমানব হীন এলাকা উল্লেখ করে ভূল ব্যাখ্যা উপস্থাপন মাধ্যমে “দ্যা মেঘালয় টি এস্টেট” এর নামে অতি গোপনে সরকারি ভাবে ইজারা গ্রহন করে। স্থানীয় বাসিন্ধারা ইজারা প্রদানের বিষয়টি জানতে পেরে তৎকালিন সময় হতে বর্তমান পর্যন্ত আন্ধোলন করে আসছে। মেগালয় কর্তৃপক্ষ এলাকায় ২৫ হাজার বাসিন্ধাকে বাস্তুহারা করার পায়তারা করছে। এলাকায় বসবাসরত বাসিন্ধাদের দাবী চা-বাগানের ইজারা বাতিল করে বসবাসরত বাসিন্ধাদের মধ্যে স্থায়ী বন্দবস্ত প্রদানের আহবান জানান।
তারা আরও বলেন, এলাকাবাসীর পক্ষে সরকারের উচ্চ পর্যায় সহ উপজেলা, জেলা ও বিভাগসহ সকল দপ্তরে স্মারকলিপি প্রদান করা হয়। সরকারের উচ্চ পর্যায় হতে স্মারকলিপি পরিপ্রেক্ষিতে সিলেট জেলা প্রশাসকের মাধ্যমে তদন্ত নির্দেশনা দেওয়া হয়। আমাদের দাবী প্রতিবেদনে বসবাসরত কয়েক হাজার মানুষের স্বার্থের কথা বিবেচনা করার আহবান জানান।অন্যথায় ইজারা বাতিল কার্যক্রম বিলম্ব হলে জৈন্তাপুর উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন ও পরবর্তীতে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কর্মসূচি দেওয়া পালিত হবে বলে কর্মসূচী পালিত হবে বলে ঘোষনা করা হয়।
 
 
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                 
                                 
                                 
                                