
রাইজিংসিলেট- পশ্চিম তীরে সেনাঘাঁটির সামনে বিক্ষোভ ও উত্তেজনা। ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে একটি সেনা ঘাঁটির সামনে সহিংস পরিস্থিতি তৈরি হয়েছে। স্থানীয় কিছু উগ্রপন্থি বসতি স্থাপনকারী ঘাঁটির বাইরে জড়ো হয়ে বিক্ষোভ করে। এ সময় তাদের হাতে একটি প্ল্যাকার্ড দেখা যায় যেখানে লেখা ছিল, “বাহিনীর কমান্ডার একজন বিশ্বাসঘাতক।”
জানা গেছে, ওই এলাকার রিজার্ভ ইউনিটের প্রধানের ওপর কিছুদিন আগে হামলা চালানোর পর এই উত্তেজনা তৈরি হয়। এরপর কয়েকজন বিক্ষোভকারী জোরপূর্বক ঘাঁটিতে ঢোকার চেষ্টা করে এবং সেনাদের লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে ও স্প্রে করে আক্রমণ করে।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী ঘটনার সত্যতা নিশ্চিত করেছে এবং জানিয়েছে যে নিরাপত্তা বাহিনীর যানবাহনও ভাংচুর করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে ব্যবস্থা নেয়।
বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, তারা কোনো ধরনের সহিংসতাকে প্রশ্রয় দেয় না এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে সদা সতর্ক রয়েছে।