
বায়ু দূষণ নিয়ন্ত্রণে সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নিয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ৩০ জুন (সোমবার) সচিবালয়ে চীনের একটি বিশেষজ্ঞ দলের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এই তথ্য জানান।
তিনি বলেন, “দূষণ নিয়ন্ত্রণে বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে। এ লক্ষ্যে পুরনো ও মেয়াদোত্তীর্ণ যানবাহন ধাপে ধাপে সড়ক থেকে সরিয়ে ফেলা হবে। এতে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সহযোগিতা নেওয়া হবে।”
রিজওয়ানা হাসান আরও জানান, বায়ু দূষণ রোধে ঢাকা ও আশেপাশের এলাকাকে ‘নো ব্রিক ফিল্ড জোন’ হিসেবে ঘোষণা করার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে শহরের ধূলাবালি নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে যাতে নগরবাসী কিছুটা স্বস্তি পায়।
তিনি বলেন, “শীত মৌসুম শুরুর আগেই, অর্থাৎ অক্টোবরের মধ্যে শহরের ভাঙাচোরা রাস্তা মেরামতের কাজ শেষ করা হবে।”
এছাড়াও, বায়ুর মান উন্নয়নে চীনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে যৌথভাবে কাজ করার কথাও জানান উপদেষ্টা। পরিবহন খাতে উন্নয়ন আনতে নতুন ২৫০টি বাস ক্রয়ের অনুমোদন পাওয়া গেছে বলেও তিনি জানান।