
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগের আসর নানা বিতর্কে আলোচিত হলেও, পরবর্তী মৌসুমের প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখছে না বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। ড্রাফট অনুষ্ঠান এখনো না হলেও আগেভাগেই ছয়জন বিদেশি ক্রিকেটারের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে দলটি।
রবিবার, ২৯ জুন বরিশালে অনুষ্ঠিত বাংলাদেশে টেস্ট ক্রিকেটের ২৫ বছর পূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানে এ তথ্য জানান ফরচুন বরিশালের কর্ণধার মিজানুর রহমান। যদিও দলগত কৌশলের স্বার্থে তিনি এই ছয় ক্রিকেটারের নাম প্রকাশে অনিচ্ছুক।
মিজানুর রহমান বলেন, “আমরা ইতোমধ্যেই ছয়জন বিদেশি ক্রিকেটারের সঙ্গে চুক্তি চূড়ান্ত করেছি। তবে প্রতিদ্বন্দ্বী দলগুলোর কৌশলগত সুবিধা ঠেকাতে এখনই কারও নাম প্রকাশ করছি না। অন্য ফ্র্যাঞ্চাইজিগুলো অনেক সময় বেশি অর্থের প্রস্তাব দিয়ে আমাদের পরিকল্পনা নষ্ট করতে পারে। তাই এই তারকাদের পরিচয় ম্যাচের দিনই সবাই জানতে পারবে।”
প্রতিটি আসরেই তারকাসমৃদ্ধ দল গঠন করে বরিশাল। গত মৌসুমে শাহীন শাহ আফ্রিদি, মোহাম্মদ নবি, কাইল মেয়ার্স ও ফাহিম আশরাফের মতো ক্রিকেটারদের দেখা গেছে বরিশালের জার্সিতে। এমনকি, টুর্নামেন্ট শুরুর আগেই তারা জিমি নিশামকে দলে ভিড়িয়ে আলোচনায় আসে। তবে ফাইনালে তাকে না খেলানো নিয়েও ছিল বিস্ময়।
এ প্রসঙ্গে মিজান বলেন, “নিশাম আমাদের পরিকল্পনার অংশ ছিলেন। যদি প্রতিপক্ষ খুলনা হতো, তাহলে তিনি খেলতেন। কিন্তু চট্টগ্রাম ছিল প্রতিপক্ষ, যেখানে আমাদের কম্বিনেশন অনুযায়ী তার জায়গা হয়নি। তবুও তিনি পুরো দলীয় কার্যক্রমে ছিলেন এবং দলের জয়ে ভূমিকা রেখেছেন। এটাই ফরচুন বরিশালের পরিকল্পনার ধরন—সুনির্দিষ্ট লক্ষ্য ও গঠনমূলক প্রস্তুতি।”
নতুন মৌসুমে বরিশালের এমন আগাম প্রস্তুতি দলটির আত্মবিশ্বাস ও পেশাদারিত্বেরই প্রমাণ দিচ্ছে। এখন অপেক্ষা, এই ছয়জন বিদেশি তারকা কে, সেটা জানার।