
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গ্রাহকদের জন্য গ্যাস বিলে উৎসে কর কমিয়েছে ।এই হার আগামী ১ জুলাই ২০২৫ থেকে কার্যকর হবে।
সোমবার (৩০ জুন) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি এক বার্তায় জানিয়েছে, এনবিআরের নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, গ্যাস বিল পরিশোধে উৎসে আয়কর কর্তনের হার ২ শতাংশ থেকে কমিয়ে ০.৬ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
এই সিদ্ধান্তে গ্যাস গ্রাহকদের আর্থিক চাপ কিছুটা হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে।
নতুন নিয়ম অনুযায়ী, গ্যাস বিল পরিশোধের সময় বিলের মধ্যে ভ্যাট বাদ দিয়ে অবশিষ্ট টাকার ওপর ০.৬ শতাংশ হারে আয়কর কর্তন করতে হবে। পরবর্তীতে এই কর সরকারি কোষাগারে জমা দিয়ে বাকি অর্থ সংশ্লিষ্ট কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টে জমা দিতে গ্রাহকদের অনুরোধ জানানো হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।