ঢাকামঙ্গলবার , ১ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

জুভেন্টাসের বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ

rising sylhet
rising sylhet
জুলাই ১, ২০২৫ ৫:২৫ অপরাহ্ণ
Link Copied!

ads

জুভেন্টাসের বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার (১ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় শুরু হবে ম্যাচটি।

রিয়াল মাদ্রিদের সম্ভাব্য একাদশ: থিবু কোর্তোয়া, আন্তোনিও রুডিগার, অরেলিয়ান চৌয়ামেনি, ডিন হুইজেন, ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড, ফেডে ভালভার্দে, আরদা গুলার, জুড বেলিংহাম, ফ্রাঁ গার্সিয়া, ভিনিসিয়ুস জুনিয়র ও গঞ্জালো গার্সিয়া।

রিয়াল মাদ্রিদে নিজের প্রথম ম্যাচে আল হিলালের বিপক্ষে ড্র করেছিল তার দল। তবে পরের দুই ম্যাচে দুর্দান্ত জয় তুলে নিয়ে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে লস ব্লাঙ্কোসরা।

এই ম্যাচে কঠিন লড়াইয়ের বার্তা দিয়েছেন রিয়াল বস জাভি আলোনসো। তিনি বলেন, ‘এটি ভিন্ন ধর্মী এবং অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ ম্যাচ হতে যাচ্ছে।’ আলোনসো বার্তা পরিষ্কার যে, তিনি এই ম্যাচ কোনো ভাবেই হারতে চান না।

জুভেন্টাস ম্যাচের ফরমেশনকে কেমন রাখে সেটাই দেখার বিষয়। সবশেষ ম্যাচে তিনটি ডিফেন্ডার নিয়ে খেলেছিল রিয়াল। কিন্তু শেষ ষোলোর মতো নকআউট পর্বের ম্যাচে আগের মতো চার  ডিফেন্ডারের ফরমেশনে ফিরে যায় কিনা সেটাই দেখার বিষয়।

তবে এই ম্যাচের আগে রিয়াল শিবিরে সুখবর রয়েছে। ইনজুরি কাটিয়ে দীর্ঘদিন পর দলের সঙ্গে যোগ দিয়েছেন দানি কারবাহাল ও এদের মিলিতাও। এ ছাড়াও অসুস্থতা কাটিয়ে অনুশীলনে ফিরেছেন কিলিয়ান এমবাপ্পে। তবে এই ম্যাচের একাদশে হয়তো দেখা যাবে না এমবাপ্পে।

কারবাহাল ও মিলিতাও মাঠে ফিরলেও জুভেন্টাসের বিপক্ষে শুরু একাদশে দেখা যাবে না তাদের। কারণ, দুর্দান্ত ছন্দে থাকা অ্যাসেনসিও, হুইজেন ও রুডিগারকে দিয়েই শুরু করতে চাইবেন আলোনসো। তবে দল এগিয়ে থাকলে শেষের দিকে বদলি হিসেবে দেখা যেতে পারে তাদের।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।