 
সিলেটের বিয়ানীবাজার উপজেলার মুল্লাপুর ইউনিয়নের কাছাটুল গ্রামে ঘটেছে এক মর্মান্তিক ঘটনা।
মঙ্গলবার বিকেলে বিষপানে আত্মহত্যা করেন শিপা বেগম (২২)। তিনি সেলিম উদ্দিনের মেয়ে।
এই দুঃসংবাদ শুনেই শিপার আপন চাচী ফুলেছা বেগম (স্বামী: ছমির উদ্দিন) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন।
তাকে তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
বিয়ানীবাজার থানা ও স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে,
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিষপানে শিপার মৃত্যু হয়েছে
তার মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে
লাশ ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হবে
একই পরিবারের দুই সদস্যের এমন আকস্মিক মৃত্যুর ঘটনায় এলাকাজুড়ে গভীর শোক বিরাজ করছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।	
                        
                                                
                                                
                        
                         
 
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                 
                                                                     
                                 
                                