ঢাকাসোমবার , ৭ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

অবশেষে চট্টগ্রামে বদলী হল বিতর্কিত খাদ্যগুদামের এলএসডি সুলতানা পারভীন

rising sylhet
rising sylhet
জুলাই ৭, ২০২৫ ২:২৭ অপরাহ্ণ
Link Copied!

ads

ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক সরকারি খাদ্যগুদামের বিতর্কিত এলএসডি সুলতানা পারভীনকে চট্টগ্রামে বদলী করা হয়েছে। খাদ্য অধিদপ্তরের উপ-পরিচালক (সংস্থাপন) মোঃ মনিরুল ইসলামের ৩ জুলাই তারিখের আদেশ অনুযায়ী তাকে চট্টগ্রামের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের অধীনে ন্যস্ত করা হয়েছে। খাদ্য অধিদপ্তরের ওয়েবসাইটে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সুলতানা পারভীনের বিরুদ্ধে ধান সংগ্রহের নামে অনিয়ম, দুর্নীতি, সিন্ডিকেট ও ঘুষ বাণিজ্যের মাধ্যমে অর্ধ কোটি টাকারও বেশি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠেছিল। ২৪ জুন জাতীয় ও স্থানীয় একাধিক গণমাধ্যমে এই অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশিত হয়। এরপরও তিনি বহাল তবিয়তে ছিলেন এবং বিষয়টি ধামাচাপা দিতে তার লোকজন দিয়ে অপপ্রচার চালিয়ে বিভিন্ন দপ্তরে যোগাযোগ রেখেছিলেন। গোপন সূত্রে জানা গেছে, তিনি এখনো বদলী টেকাতে মরিয়া হয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

অভিযোগ রয়েছে, সুলতানা পারভীন সরকারি নিয়ম নীতির প্রতি তুচ্ছ ভাব প্রদর্শন করে ব্যবসায়ীদের কাছ থেকে বড় অংকের ঘুষ গ্রহণ করে ধান ক্রয়সহ খাদ্যগুদামের কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী ও রাজনীতিবিদদের সমন্বয়ে একটি সিন্ডিকেট গড়ে তোলেন। নিজেই গুদামে ধান বিক্রি করতেন। এসব অভিযোগের প্রমাণস্বরূপ একাধিক অডিও ফাইলও হাতে এসেছে।

একজন নারী কর্মকর্তার এমন দুর্নীতি নিয়ে উপজেলা জুড়ে ব্যাপক সমালোচনা ও আলোচনা চলছে। সচেতন মহলের দাবি, সরকারি সম্পত্তি ও অর্থের অবৈধ দখলকে শুধুমাত্র বদলীর মাধ্যমে ধামাচাপা দেওয়া উচিত নয়।

বদলীর বিষয়টি নিশ্চিত করেছেন ছাতক উপজেলা নির্বাহী অফিসার মোঃ তরিকুল ইসলাম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।