
রাইজিংসিলেট- গত কয়েক দিনের প্রচণ্ড গরমের পর আজ সকাল থেকেই সিলেটের আকাশ ছিলো মেঘাচ্ছন্ন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হয় একটানা বৃষ্টি। এই বৃষ্টি যেমন জনজীবনে কিছুটা ভোগান্তি তৈরি করেছে, তেমনি শহরের প্রাকৃতিক সৌন্দর্যও যেন আরও প্রাণবন্ত হয়ে উঠেছে।
সকাল ৯টা থেকে শুরু হয়ে কখনও গুঁড়ি গুঁড়ি, কখনও মাঝারি ধাঁচের বৃষ্টিপাত অব্যাহত রয়েছে দুপুর পর্যন্ত। রাস্তায় যানবাহনের গতি কমে এসেছে, সৃষ্টি হয়েছে নিরবতা।
তবে বৃষ্টিতে শহরের চারপাশে সবুজের ঘনতা যেন চোখে পড়ার মতো বেড়ে গেছে। কাজ শেষে ছাতা হাতে বের হওয়া অনেকে বলছেন, ‘এই গরমের মধ্যে একটু স্বস্তির নিঃশ্বাস নিতে পারছি।’
একজন শিক্ষার্থী বলেন, “আজ কলেজ যাওয়ার সময় ভিজে গেলাম, কিন্তু এই ঠান্ডা বাতাসে ভালোই লাগছে।”
আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমি বায়ুর প্রভাবে আগামী দুই-তিন দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
সড়কে চলাচলের সময় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ট্রাফিক বিভাগ। এছাড়া, যেসব এলাকায় বিদ্যুৎ লাইনে সমস্যা দেখা দিচ্ছে, সেসব স্থান থেকে দূরে থাকতে বলা হয়েছে।