ঢাকামঙ্গলবার , ৮ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে পরিবহন ধর্মঘট সাময়িক স্থগিত!

rising sylhet
rising sylhet
জুলাই ৮, ২০২৫ ২:৪২ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- সিলেটে পরিবহন ধর্মঘট সাময়িক স্থগিত! সিলেটে ছয় দফা দাবিতে ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) সকাল ৬টা থেকে ধর্মঘট শুরু হলেও, দুপুর ১টা ৩০ মিনিটের দিকে তা স্থগিতের ঘোষণা দেওয়া হয়।

শ্রমিক নেতারা জানান, পরীক্ষার্থী, প্রবাসগামী যাত্রী এবং প্রশাসনের অনুরোধের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে তারা উল্লেখ করেন, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি, শ্রমিক ফেডারেশন, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রশাসনের আশ্বাসে আপাতত আন্দোলন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিকাল ৩টায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে একটি সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।

ধর্মঘট চলাকালে সিলেটের কদমতলী ও কুমারগাঁও বাস টার্মিনাল থেকে কোনো গাড়ি ছেড়ে যায়নি। যাত্রীরা এসে কাউন্টারে ভিড় করলেও যানবাহন না পেয়ে ফিরে যান।

শ্রমিকদের উত্থাপিত ছয় দফা দাবিগুলোর মধ্যে রয়েছে:

  1. সরকার নির্ধারিত যানবাহনের কার্যকর মেয়াদ (ইকোনমিক লাইফ) সংক্রান্ত প্রজ্ঞাপন বাতিল।

  2. সিলেটের পাথর কোয়ারিগুলোর ইজারা স্থগিতাদেশ প্রত্যাহার করে সেগুলো চালু করা।

  3. বিআরটিএ’র অধীনে গাড়ির ফিটনেস সনদ নিতে ঠিকাদারি প্রতিষ্ঠানের ছাড়পত্রের বাধ্যবাধকতা বাতিল।

  4. গণ ও পণ্য পরিবহনে আরোপিত অতিরিক্ত কর প্রত্যাহার।

  5. বন্ধ করে দেওয়া ক্রাশার মিলগুলোর বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া।

  6. সিলেটের জেলা প্রশাসককে অপসারণ এবং পরিবহন চালকদের প্রতি হয়রানি বন্ধ করা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।