
রাইজিংসিলেট- বাংলাদেশে আসছে বদলে যাওয়া পাকিস্তান, একাধিক নতুন মুখ ও চমক নিয়ে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা। চলতি জুলাই মাসে বাংলাদেশ সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসছে পাকিস্তান ক্রিকেট দল। সিরিজটি আইসিসির ভবিষ্যৎ সফর সূচিতে (এফটিপি) না থাকলেও দুই দলের জন্যই এটি প্রস্তুতিমূলক একটি গুরুত্বপূর্ণ সিরিজ হিসেবে দেখা হচ্ছে। এই সিরিজকে সামনে রেখে মঙ্গলবার (৮ জুলাই) ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ইনজুরির কারণে একাধিক নিয়মিত খেলোয়াড় ছিটকে যাওয়ায় স্কোয়াডে রাখা হয়েছে বেশ কিছু নতুন মুখ।
দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন দুই অনভিষিক্ত ফাস্ট বোলার সালমান মির্জা ও আহমেদ দানিয়াল। পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে খেলতে গিয়ে চার ম্যাচে ৯ উইকেট নিয়ে আলোচনায় আসেন বাঁহাতি পেসার সালমান মির্জা। ইনজুরিতে থাকা হারিস রউফের বদলি হিসেবে দলে নেওয়া হয়েছে তাকে। অন্যদিকে, ৩৭টি টি-টোয়েন্টি ম্যাচে ৩৬ উইকেট নেওয়া ডানহাতি পেসার আহমেদ দানিয়ালও প্রথমবারের মতো জায়গা পেয়েছেন জাতীয় দলে। তিনি এর আগে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগেও অংশ নিয়েছেন।
তবে দলে নেই বেশ কিছু পরিচিত মুখ। সহ-অধিনায়ক শাদাব খান কাঁধের চোটের কারণে স্কোয়াডে নেই এবং শিগগিরই অস্ত্রোপচারের জন্য যুক্তরাজ্যে যেতে পারেন বলে জানা গেছে। ফলে কমপক্ষে তিন মাস মাঠের বাইরে থাকবেন তিনি। একইসঙ্গে ইনজুরির কারণে ছিটকে গেছেন পেসার নাসিম শাহ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও হারিস রউফ। এ ছাড়া অভিজ্ঞ পেসার হাসান আলীও স্কোয়াডে জায়গা পাননি, তবে পিসিবি তার অনুপস্থিতির কোনো কারণ জানায়নি।
বাংলাদেশ সফরের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে রাজধানীর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ মাঠে গড়াবে ২০ জুলাই, দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ যথাক্রমে অনুষ্ঠিত হবে ২২ ও ২৪ জুলাই। প্রতিটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টা থেকে।
এই সিরিজে পাকিস্তানের নতুন মুখদের পারফরম্যান্সের দিকে থাকছে বিশেষ নজর। একইভাবে বাংলাদেশের তরুণ খেলোয়াড়দের প্রস্তুতিও এই সিরিজে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
পাকিস্তান স্কোয়াড (১৫ জন):সালমান আলী আঘা, আবরার আহমেদ, আহমেদ দানিয়াল, ফাহিম আশরাফ, ফখর জামান, হাসান নাওয়াজ, হুসাইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নাওয়াজ, শাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান মির্জা, সুফিয়ান মুকিম।
এই সিরিজ আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের প্রমাণের দুর্দান্ত সুযোগ করে দিচ্ছে পাকিস্তানের তরুণ ক্রিকেটারদের। একইসঙ্গে শক্তিশালী দল হিসেবে নিজেদের মেলে ধরতে প্রস্তুত হচ্ছে স্বাগতিক বাংলাদেশও।