ঢাকামঙ্গলবার , ৮ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ছাতকে বিতর্কিত নীপা ফার্মেসিতে ভ্রা ম্য মাণ আদালতের অভি যান

rising sylhet
rising sylhet
জুলাই ৮, ২০২৫ ৬:৫০ অপরাহ্ণ
Link Copied!

ads

ছাতক প্রতিনিধিঃ সুনামগঞ্জের ছাতক উপজেলায় গাইনি চিকিৎসক সংকটকে কেন্দ্র করে গড়ে ওঠা একটি প্রভাবশালী ডাক্তার-ফার্মেসি সিন্ডিকেটের বিরুদ্ধে অবশেষে প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে। জাতীয় দৈনিক প্রতিদিনের সংবাদ’-এ “ছাতকে ডাক্তার ও ফার্মেসি মিলে সিন্ডিকেটের অভিযোগ, বিপাকে রোগীরা” শিরোনামে কয়েকটি প্রতিবেদন প্রকাশের পর ব্যাপক জনমত সৃষ্টি হয়। এর জের ধরে গত মঙ্গলবার (৮ জুলাই) ছাতক ট্রাফিক পয়েন্টে অবস্থিত বিতর্কিত নীপা ফার্মেসিতে একটি ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তরিকুল ইসলাম এই অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত আরেফিন ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক অধ্যাদেশ ১৯৮২-এর সেকশন ১৩(২) ধারায় ফার্মেসিটিকে সর্বোচ্চ ৫,০০০ টাকা জরিমানা করা হয়েছে।

একইসঙ্গে, ভবিষ্যতে যাতে এমন অনিয়ম না ঘটে, সেজন্য প্রতিষ্ঠানটিকে প্রাথমিকভাবে সতর্কও করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম বলেন, “আমরা মোবাইল কোর্ট পরিচালনা করেছি এবং সর্বোচ্চ জরিমানা করেছি। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।