ঢাকামঙ্গলবার , ৮ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

গণতন্ত্র পুন রু দ্ধারে জুলাই শহীদদের র ক্ত বৃথা যাবে না: ইমদাদ চৌধুরী

rising sylhet
rising sylhet
জুলাই ৮, ২০২৫ ৮:১০ অপরাহ্ণ
Link Copied!

ads

সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, জুলাই-অগাস্টের আন্দোলনে যে শহীদরা জীবন দিয়েছেন, তাদের আত্মত্যাগকে আমরা বিনা বিচারে হারাতে দিতে পারি না। এই হত্যাকাণ্ডের বিচার একদিন হবেই। এই আন্দোলন ছিল দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য। বিএনপি জনগণের অধিকার প্রতিষ্ঠায় অবিচল। শহীদদের রক্ত বৃথা যেতে দেয়া হবে না। বিএনপি জনগণের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না। তিনি বলেন, গাছের উপকার বলে শেষ করা যাবে না। গাছ আমাদের অক্সিজেন দেয়, ফল দেয়, আবার গাছ থেকেই ঔষধ তৈরী হয়। তাই আমাদের সকলের উচিত বেশি বেশি গাছ লাগানো এবং তার পরিচর্যা করা। আজকে বর্ণমালা সিটি একাডেমীর শিক্ষকরা যে উদ্যোগ নিয়েছেন, তা অত্যন্ত প্রশংসনীয়। আমি তাদের ধন্যবাদ জানাই। এই গাছগুলো একদিন বড় হয়ে আমাদের ছায়া দেবে, ফল দেবে এবং পরিবেশ রক্ষা করবে।

রোববার সকালে বর্ণমালা সিটি একাডেমীর শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্যোগে সিলেট মহানগর ৯নং ওয়ার্ড বিএনপি’র আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জুলাই-আগস্ট শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ৯ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সদস্য সানাউলক ছানা, বিএনপি নেতা ওসমান গনি, সহ-সভাপতি মঈনুল ইসলাম, যুগ্ম সম্পাদক এসএম শাহজাহান, জালালাবাদ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মানিক মিয়া, ৯নং ওয়ার্ড বিএনপি’র ধর্ম বিষয়ক সম্পাদক কামাল আহমদ, কার্যনির্বাহী সদস্য রাকিব মিয়া, সদস্য শামীম রেজা, ৯ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ রুমান, উত্তর বাগবাড়ি পাড়া কমিটির যুগ্ম সম্পাদক সুজিত দেব, ৯ নং ওয়ার্ড বিএনপি নেতা আনোয়ার মিয়া, পশ্চিম বাগবাড়ি পাড়া কমিটির সদস্য আমিনুর রশিদ, এলাকার বিশিষ্ট মুরুব্বী বাবু ধরণীকান্ত দাস, রঞ্জিত সরকার। এছাড়াও শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন, বর্ণমালা সিটি একাডেমীর সিনিয়র শিক্ষক বাবলী বেগম, সহকারি শিক্ষক শংকর দাস, মনি বেগম, রুহি বেগম ও দিনা বেগম, এমএলএসএস সালমা বেগম। স্কুলের শিক্ষকবৃন্দ, অভিভাবক, স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।