তিনি ফিরছেন সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি হিসাবে।
এক সময় সিলেটের এডিসি ও ডিসি ট্রাফিকের দায়িত্ব পালন করেছেন ফয়সল মাহমুদ । পরে তিনি সিলেট থেকে বদলি হয়েছিলেন। সর্বশেষ তিনি কর্মরত আছেন রাজশাহীর সারদায়।
এদিকে সিলেটের অতিরিক্ত উপপুলিশ কমিশনার আমিনুর রহমানকে এসবিদে বদলি করা হয়েছে।
বুধবার (৯ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
ফয়সল মাহমুদ সিলেট ফিরছেন সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি হিসাবে। এর আগে তিনি দীর্ঘদিন সিলেটের এডিসি ও ডিসি ট্রাফিক হিসাবে দায়িত্ব পালন করেছেন।
তার কর্মকাণ্ড নিয়ে বেশ আলোচনায় ছিলেন পুলিশের এ উর্ধ্বতন কর্মকর্তা।
তিনি যানজট নিরসনে রাস্তায় মাইক নিয়ে প্রচারণার পাশাপাশি অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান নিয়মিত অভিযান চালাতেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।