ঢাকাবৃহস্পতিবার , ১০ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে দুই ডিজিটাল প্রতারক গ্রেপ্তার: পিন নম্বর চুরি করে টাকা আত্মসাৎ

rising sylhet
rising sylhet
জুলাই ১০, ২০২৫ ১:৪৮ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- সিলেটে দুই ডিজিটাল প্রতারক গ্রেপ্তার: পিন নম্বর চুরি করে টাকা আত্মসাৎ। সিলেট মহানগরে ডিজিটাল লেনদেনের মাধ্যমে প্রতারণার অভিযোগে দুই তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা দোকানে গিয়ে কৌশলে বিক্রেতাদের অজান্তে তাদের মোবাইল লেনদেন অ্যাপসের পিন সংগ্রহ করত এবং পরে তা ব্যবহার করে মোবাইল ট্রানজাকশনের মাধ্যমে টাকা তুলে নিত।

গ্রেপ্তারকৃতরা হলেন কক্সবাজার জেলার মহেশখালী থানার কালারমারছড়া ইউনিয়নের দুই বাসিন্দা—চিকনীপাড়া গ্রামের মো. হোসাইনের পুত্র মো. ওসমান গনি (২১) এবং সোনারপাড়া গ্রামের আলী আহম্মদের ছেলে মো. ফরহাদ আহম্মদ (২২)।

জানা গেছে, ৮ জুলাই ২০২৫ তারিখে সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন নগদ এজেন্ট দোকানে গিয়ে প্রতারকরা এই কৌশলে টাকা আত্মসাৎ করে। মদিনা মার্কেটের ব্যবসায়ী সৌরভ রায় শুভ ও শাহজালাল গেইট এলাকার ব্যবসায়ী মো. সাইদুর রহমান জানিয়েছেন, তাদের দোকান থেকে প্রতারকরা যথাক্রমে ৩০ হাজার ও ৪৯ হাজার টাকা তুলে নেয়।

এ ঘটনায় অভিযোগ পেয়ে সিলেট মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ অভিযান শুরু করে। ৯ জুলাই কোতোয়ালি মডেল থানার হযরত শাহজালাল (রহ.) মাজার এলাকা থেকে অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযানের সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৩টি অ্যান্ড্রয়েড স্মার্টফোন, ২টি বাটন ফোন, ১২টি সিম কার্ড এবং নগদ ৪০ হাজার ৫৪০ টাকা।

সিলেট মহানগর পুলিশের এডিসি (মিডিয়া), পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।