ঢাকারবিবার , ১৩ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

নবীগঞ্জে দুই পক্ষের সং ঘ র্ষে আ হ ত একজনের মৃ ত্যু

rising sylhet
rising sylhet
জুলাই ১৩, ২০২৫ ২:০৬ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- হবিগঞ্জ জেলার নবীগঞ্জে দুই সংবাদকর্মীর বিরোধকে কেন্দ্র করে ঘটে যাওয়া সহিংস ঘটনায় রিমন মিয়া (৪০) নামে আহত একজনের মৃত্যু হয়েছে। শনিবার (১২ জুলাই) সন্ধ্যায় তিনি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে মারা যান।

রিমন মিয়া নবীগঞ্জ পৌরসভার আনমনু গ্রামের আওয়াল মিয়ার ছেলে।

গত ৭ জুলাই সংঘর্ষে তিনি গুরুতর আহত হন এবং পরে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

রিমনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান।

এই সহিংস ঘটনায় এর আগে আরও দুজন প্রাণ হারিয়েছেন।

জানা যায়, গত ৫ জুলাই রাতে নবীগঞ্জের আনমনু ও তিমিরপুর গ্রামের মধ্যে উত্তেজনা শুরু হয়, যা ৮ জুলাই তীব্র সহিংসতায় রূপ নেয়। দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষে শতাধিক নারী-পুরুষ আহত হন। শহরের দোকানপাট, হোটেল, ব্যবসা প্রতিষ্ঠান, হাসপাতাল ও যানবাহনে ব্যাপক ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

সহিংসতা ছড়িয়ে পড়ে আনমনু, নোয়াপাড়া, রাজাবাজার, তিমিরপুর ও চরগাঁওসহ আশপাশের এলাকাজুড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি নিয়ে গঠিত যৌথ বাহিনী মোতায়েন করে এবং শহরজুড়ে ১৪৪ ধারা জারি করে।

পরবর্তীতে ১৪৪ ধারা প্রত্যাহার করা হয় এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।