ঢাকাসোমবার , ১৪ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

চলে গেলেন দক্ষিণের কিংবদন্তি অভিনেত্রী বি সরোজা দেবী

rising sylhet
rising sylhet
জুলাই ১৪, ২০২৫ ২:৩৯ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- চলে গেলেন দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের এক মহানায়িকা—বি সরোজা দেবী। সোমবার, ১৪ জুলাই ২০২৫ তারিখে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।

তামিল, তেলেগু, কন্নড় ও হিন্দি ভাষার বহু চলচ্চিত্রে অভিনয় করে তিনি কয়েক দশক ধরে দর্শকদের মুগ্ধ করে রেখেছিলেন। তার মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছে গভীর শোক। ভক্ত-অনুরাগীরা স্মরণ করছেন এই কিংবদন্তি শিল্পীকে, যিনি একাধারে ছিলেন রূপালি পর্দার রানি ও দক্ষিণ ভারতের গর্ব।

মাত্র ১৭ বছর বয়সে চলচ্চিত্রে পা রাখেন তিনি। ১৯৫৫ সালে কন্নড় ভাষার ‘মহাকবি কালিদাস’ চলচ্চিত্রের মাধ্যমে শুরু হয় তার অভিনয়যাত্রা। তবে ১৯৫৮ সালে তামিল ছবিতে এম জি রামচন্দ্রনের সঙ্গে ‘নাডোডি মান্নান’–এ অভিনয়ের পর থেকেই তার জনপ্রিয়তা আকাশচুম্বী হয়ে ওঠে। সেখান থেকেই শুরু হয় তার দীর্ঘ ও গৌরবময় চলচ্চিত্র ক্যারিয়ার।

চলচ্চিত্রে তার অবদান এবং স্মরণীয় উপস্থিতি তাকে আজও চলচ্চিত্রপ্রেমীদের হৃদয়ে অমর করে রেখেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।