ঢাকামঙ্গলবার , ১৫ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

বিদ্যুৎ কেন্দ্রের সব চুক্তি পর্যালোচনায় সরকার

rising sylhet
rising sylhet
জুলাই ১৫, ২০২৫ ১:৩২ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- বিদ্যুৎ কেন্দ্রের সব চুক্তি পর্যালোচনায় সরকার, আওয়ামী লীগ সরকারের সময়ে স্বাক্ষরিত সব দেশি-বিদেশি বিদ্যুৎ কেন্দ্র সংক্রান্ত চুক্তি পুনর্বিবেচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। ১৫ জুলাই, মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, “পূর্ববর্তী সরকারের আমলে কিছু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের চুক্তি হয়েছে, যেখানে অনেক ক্ষেত্রেই অসম শর্ত অন্তর্ভুক্ত রয়েছে। এসব চুক্তি যাচাইয়ের বিষয়ে হাইকোর্টের নির্দেশনা রয়েছে। দেশি ও বিদেশি সব ধরনের পাওয়ার প্ল্যান্ট চুক্তি পর্যালোচনায় ইতোমধ্যে আইনি সহায়তা নেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে।”

খাদ্য নিরাপত্তা বিষয়ে অর্থ উপদেষ্টা আরও বলেন, বর্তমানে খাদ্য মজুদ সন্তোষজনক রয়েছে। সরকার কী পরিমাণ খাদ্যশস্য সংগ্রহ করবে, তার একটি নির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সাধারণত সবচেয়ে বেশি বোরো ধান সংগ্রহ করা হয়, এরপর আমন এবং সবচেয়ে কম আউশ। এছাড়া বাজারে পণ্যের মূল্য যেন স্থিতিশীল থাকে, তা নিশ্চিত করার চেষ্টা চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।