রাইজিংসিলেট- তিন মাস বন্ধ থাকার পর আবার চালু হয়েছে সিলেট থেকে যুক্তরাজ্যের ম্যানচেস্টারগামী সরাসরি ফ্লাইট। বাংলাদেশ বিমানের এই ফ্লাইটটি রবিবার থেকে পুনরায় যাত্রী পরিবহন শুরু করে, যা প্রবাসী সিলেটিদের মধ্যে স্বস্তি এনে দিয়েছে।
বিমানের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন থেকে প্রতি সপ্তাহে দুই দিন সিলেটের এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ম্যানচেস্টারের উদ্দেশে ফ্লাইট ছেড়ে যাবে এবং দুই দিন ফিরতি ফ্লাইট পরিচালিত হবে ম্যানচেস্টার থেকে সিলেটে।
এর আগে সপ্তাহে তিনবার ফ্লাইট চললেও, এক পর্যায়ে একটি ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়। পরে গত বছরের শেষদিকে এপ্রিল ২০২৫-এর ফ্লাইটগুলোর টিকিট অনলাইনে বুকিং বন্ধ হয়ে যায়, ফলে পুরো রুট বন্ধ হয়ে যাওয়ার গুজব ছড়ায়। এ নিয়ে প্রবাসীদের মধ্যে অসন্তোষ তৈরি হয় এবং যুক্তরাজ্য ও সিলেটে এর প্রতিবাদে কর্মসূচি পালিত হয়।
বাংলাদেশ বিমান জানায়, হজ মৌসুমে ফ্লাইট পরিচালনার কারণে সাময়িকভাবে সিলেট-ম্যানচেস্টার রুটে ফ্লাইট স্থগিত ছিল। এখন পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ফের চালু হলো এই রুটের ফ্লাইট।
সিলেট বিমানবন্দরের স্টেশন ম্যানেজার শাকিল আহমদ জানিয়েছেন, রবিবার ফ্লাইটটি ১৯৩ জন যাত্রী নিয়ে যাত্রা করে। প্রতি সপ্তাহে রোববার ও মঙ্গলবার সিলেট থেকে ম্যানচেস্টার এবং সোমবার ও বুধবার ম্যানচেস্টার থেকে সিলেটগামী ফ্লাইট পরিচালিত হবে।
নর্থ লন্ডন, বার্মিংহাম, নিউক্যাসল ও স্কটল্যান্ডসহ বিভিন্ন অঞ্চলের প্রবাসী সিলেটিরা এই সরাসরি ফ্লাইটকে খুবই গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করেন। তাদের জন্য এ ফ্লাইট চালু হওয়া অত্যন্ত স্বস্তির বিষয়।
ওসমানী বিমানবন্দরের পরিচালক হাফিজ উদ্দিন আহমদও বিষয়টি নিশ্চিত করেছেন, হজ ফ্লাইটের কারণে রুটটি সাময়িকভাবে বন্ধ থাকলেও এখন নিয়মিতভাবে এই ফ্লাইট চালু থাকবে।