রাইজিংসিলেট- সিলেটে রাজপথে স্বেচ্ছাসেবক দল। তারেক রহমানের বিরুদ্ধে অব্যাহত মিথ্যাচার ও মিটফোর্ডে সংঘটিত নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল বিক্ষোভ মিছিল করেছে।
মঙ্গলবার (১৫ জুলাই) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে নগরীর কোর্ট পয়েন্টে একটি সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ও সিলেট বিভাগের টিম লিডার ডা. জাহিদুল কবির জাহিদ। তিনি বলেন, বিএনপি ও তারেক রহমানের বিরুদ্ধে যেসব অপপ্রচার চালানো হচ্ছে, তা দেশের গণতন্ত্রের বিরুদ্ধেই একটি চক্রান্ত। তিনি আরও বলেন, অতীতে যেমন বিএনপি সকল ষড়যন্ত্র মোকাবিলা করে মাথা উঁচু করে দাঁড়িয়েছে, এবারও নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে।
বিশেষ অতিথির বক্তব্যে যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক নাসির আহমদ শাহিন বলেন, গণতন্ত্রবিরোধী শক্তিকে যেভাবে জনগণ রুখে দিয়েছে, ঠিক তেমনি ভবিষ্যতেও ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই চালিয়ে যেতে হবে।
সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি ভিপি মাহবুবুল হক চৌধুরী। তিনি বলেন, বিএনপি দেশের উন্নয়নে কাজ করতে চায়, অথচ ষড়যন্ত্রকারীরা বিভিন্নভাবে পরিস্থিতিকে ঘোলাটে করার চেষ্টা চালাচ্ছে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফছর খান। এছাড়া বক্তব্য রাখেন সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, যাদের মধ্যে ছিলেন আব্দুস সামাদ তুহেল, আবু সালেহ মো. তাহের, রুনু আহমদ, আজিজ খান সজিব, সেলিম মিয়া, শামীম আহমদ চৌধুরী, ইকবাল হোসেন, সোবহান আজাদ, কামরুজ্জামান দিপু, মুন্না ঘোষ, ফাহাদ ফরহাদ চৌধুরী সৈকতসহ সিলেট মহানগরের আওতাধীন বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতারা।
বক্তারা সকলেই রাজনৈতিক ষড়যন্ত্র রুখে দাঁড়াতে নেতাকর্মীদের সতর্ক ও সংগঠিত থাকার আহ্বান জানান।