ঢাকাবুধবার , ১৬ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

পুলিশের পক্ষ থেকে কোনো প্রাণঘাতী অ স্ত্র ব্যবহার করা হয়নি-আইজিপি

rising sylhet
rising sylhet
জুলাই ১৬, ২০২৫ ৮:৪১ অপরাহ্ণ
Link Copied!

ads

সমাবেশে ঘিরে হামলা-সংঘর্ষে এখন পর্যন্ত তিনজন নিহতের খবর পাওয়া গেছে।

পরিস্থিতি সামাল দিতে একযোগে চেষ্টা চালিয়েছে পুলিশ ও সেনাবাহিনী। তবে, তা করতে গিয়ে পুলিশের পক্ষ থেকে কোনো প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হয়নি বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

তিনি বলেছেন, ধৈর্য ধরে গোপালগঞ্জের পরিস্থিতি সামলানোর চেষ্টা করেছে পুলিশ। গোপালগঞ্জে আমরা লিথ্যাল (প্রাণঘাতী অস্ত্র) কোনো কিছু ব্যবহার করিনি, তাই আমাদের একটু সময় লেগেছে।

আইজিপি বাহারুল আলম বলেন, উচ্ছৃঙ্খলতা যা হয়েছে, সেটা যতটুকু সম্ভব আমরা ধৈর্যের সঙ্গে প্রশমন করার চেষ্টা করছি। এখন আরও পুলিশ সদস্য পাঠানো হচ্ছে পুরো জিনিসটা নিয়ন্ত্রণে আনার জন্য।
বুধবার (১৬ জুলাই) বিবিসি বাংলাকে এ কথা বলেন তিনি।

সেনা-পুলিশ পাহারায় এনসিপির নেতাকর্মীদের গোপালগঞ্জ শহর থেকে বের করে আনা হয়েছে।

জাতীয় নাগরিক পার্টির (এএনসিপি) সমাবেশ ঘিরে বুধবার দুপুর থেকে গোপালগঞ্জে উত্তেজনা শুরু হয়। সন্ধ্যা পর্যন্ত সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।