ঢাকাবৃহস্পতিবার , ১৭ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

আকস্মিক বন্যার কবলে পড়েছে পাকিস্তান

rising sylhet
rising sylhet
জুলাই ১৭, ২০২৫ ৫:০১ অপরাহ্ণ
Link Copied!

ads

আকস্মিক বন্যার কবলে পড়েছে পাকিস্তান। জুনের শেষের দিকে বর্ষা মৌসুম শুরু হওয়ার পর থেকে বর্ষণজনিত বিভিন্ন দুর্ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১৮০ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে দেশটিতে। এর মধ্যে শুধু সবশেষ ২৪ ঘণ্টায়ই মারা গেছে ৫৪ জন।

প্রতিবেদন অনুযায়ী, বুধবার সকাল থেকে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বিভিন্ন স্থানে বিরতিহীনভাবে বৃষ্টি হচ্ছে। ফলে আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে। রাওয়ালপিন্ডি শহরের মধ্য দিয়ে প্রবাহিত একটি নদীর পানির স্তর বেড়ে যাওয়ায় তীরবর্তী বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার বরাতে বৃহস্পতিবার (১৭ জুলাই) এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

এ অবস্থায় জনগণকে ঘরে থাকার অনুরোধ জানিয়ে বৃহস্পতিবার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে রাওয়ালপিন্ডিতে। জাতীয় আবহাওয়া বিভাগ সতর্ক করেছে যে শুক্রবার পর্যন্ত এই ভারী বৃষ্টি অব্যাহত থাকবে। এর আগে, ২০২২ সালে ভারী বৃষ্টি ও বন্যায় ১ হাজার ৭০০ জনের মৃত্যু হয় পাকিস্তানে।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের এক মুখপাত্র এএফপিকে বলেন, গত ২৪ ঘন্টায় পাকিস্তানজুড়ে ৫৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও ২২৭ জন আহত হয়েছে। বেশিরভাগ মৃত্যুর খবর পাওয়া গেছে পাঞ্জাব প্রদেশ থেকে।

তিনি জানিয়েছেন, গত ২৬ জুন বর্ষা মৌসুম শুরুর পর থেকে এখন পর্যন্ত ৭০ জন শিশুসহ প্রায় ১৮০ জনের মৃত্যু হয়েছে পাকিস্তানে। এছাড়া বিভিন্ন দুর্ঘটনায় আরও প্রায় ৫০০ জন আহত হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।