
রাইজিংসিলেট- জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়ন একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, যা ম্যারাথনের মতোই ধৈর্য ও সংকল্পের প্রয়োজন বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব।
১৮ জুলাই (শুক্রবার) সকালে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সামনে “জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস” উপলক্ষে আয়োজিত প্রতীকী ম্যারাথনে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “এই প্রতীকী দৌঁড়ের জন্য যেমন আমাদের আলাদা কোনো প্রশিক্ষণ ছিল না, তেমনি তখন যারা লড়াই করেছিলেন, তাদেরও ছিল না কোনো প্রাতিষ্ঠানিক যুদ্ধ প্রশিক্ষণ। তবুও তারা দেশপ্রেমে উজ্জীবিত হয়ে সংগ্রামে নেমেছিলেন।”
তিনি আরও বলেন, “আমরা সেই লড়াইয়ের ফসল হিসেবে একটি নতুন বাংলাদেশ পেয়েছি। এখন সময় এসেছে জুলাইয়ের সেই চেতনা বাস্তবায়নের, আর সবারই এতে সক্রিয় ভূমিকা রাখা প্রয়োজন।”
এই প্রতীকী ম্যারাথনে শহিদ পরিবারের সদস্য, আহত যোদ্ধা এবং সাধারণ নাগরিকসহ প্রায় ৭০০ জন অংশগ্রহণ করেন।