
রাইজিংসিলেট- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সীমান্ত দেয়াল নির্মাণের সিদ্ধান্তের বিরোধিতা করেছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লউদিয়া শেইনবাউম। নিউ মেক্সিকো ও সিউদাদ জুয়ারেজ সীমান্তে নতুন ৯.৬ কিমি দীর্ঘ ও ৯ মিটার উঁচু দেয়াল নির্মাণে মেক্সিকো জড়িত নয় বলে জানান তিনি।
শেইনবাউম এই উদ্যোগকে একতরফা ও অগ্রহণযোগ্য বলে আখ্যা দেন। তিনি বলেন, মেক্সিকো সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে নিরাপদ সীমান্ত চায়, দেয়াল নয়।
ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপকে শেইনবাউম উন্নয়ন সহযোগিতার পরিবর্তে বৈরিতার প্রতীক হিসেবে দেখছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।