ঢাকারবিবার , ২০ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ভারতে ২৮ বাংলাদেশিকে দুই বছরের কা রা দ ণ্ড!

rising sylhet
rising sylhet
জুলাই ২০, ২০২৫ ৯:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- ভারতে অনুপ্রবেশ ও অবৈধভাবে বসবাসের অভিযোগে ২৮ বাংলাদেশি নাগরিককে দুই বছর কারাদণ্ড দিয়েছেন তামিলনাড়ুর একটি আদালত। চেন্নাইয়ের তিরুপুর জেলার অতিরিক্ত জেলা ও দায়রা আদালত-২ বৃহস্পতিবার (১৭ জুলাই) এই রায় ঘোষণা করে।

তামিলনাড়ু পুলিশের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১২ জানুয়ারি পাল্লাদাম থানার পুলিশ আরুলপুরম এলাকার একটি টেক্সটাইল প্রতিষ্ঠানের হোস্টেলে অভিযান চালিয়ে ওই ২৮ জনকে আটক করে। গ্রেফতারের সময় তাদের কারো কাছেই বৈধ ভিসা বা পাসপোর্ট ছিল না। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন, সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন।

পুলিশ জানায়, এই ব্যক্তিরা কেউ ছয় মাস আগে, কেউ আবার দশ বছর ধরে ভারতে বসবাস করে আসছিলেন। চেন্নাই হয়ে তারা তিরুপুরে এসে বিভিন্ন বস্ত্র কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্টের ধারা ১৪ এর ৩(২)(সি) অনুযায়ী মামলা দায়ের করা হয়।

আদালত তাদের প্রত্যেককে দুই বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার রুপি করে জরিমানা করেন। সাজা ভোগ শেষে তাদের দেশে ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক।

এই রায় এমন এক সময়ে এসেছে, যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পশ্চিমবঙ্গ সফরে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন। দেশের অভ্যন্তরে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে চলমান অভিযান এবং রাজনৈতিক বিতর্কের প্রেক্ষাপটে এই রায়কে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।