ঢাকাসোমবার , ২১ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সিলেট কাজীটুলাস্থ সূর্যের হাসি ক্লিনিকের মতবিনিময় সভা

rising sylhet
rising sylhet
জুলাই ২১, ২০২৫ ৬:০৪ অপরাহ্ণ
Link Copied!

ads

উন্নত চিকিৎসা ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সূর্যের হাসি ক্লিনিক কাজ করে যাচ্ছে। এটি একটি স্বাস্থ্যসেবা নেটওয়ার্ক যা দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের স্বাস্থ্যসেবা প্রদান করে থাকে। সূর্যের হাসি ক্লিনিক মূলত তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে। বর্তমানে স্বাস্থ্য সেবাকে আরো উন্নত করতে বিভিন্ন প্রদক্ষেণ গ্রহণ করা হয়েছে এবং তা বাস্তাবায়ন করতে সকলের সার্বিক সহযোগিতা প্রয়োজন।

বক্তারা আরো বলেন, প্রায় তিন দশক ধরে দেশের বিভিন্ন প্রান্তে নিরাপদ প্রসব, মা ও শিশু স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা ও সাধারণ চিকিৎসা সেবায় সারাদেশে কাজ করে যাচ্ছে সূর্যের হাসি ক্লিনিক। এই ক্লিনিকের লক্ষ্য মানুষের জন্য মানসম্মত চিকিৎসা সেবা প্রদান করা। বক্তারা এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন এবং ক্লিনিকের সার্বিক উন্নয়নের এগিয়ে আসার আহবান জানান।

সোমবার (২১ জুলাই) দুপুরে সিলেট কাজীটুলাস্থ সূর্যের হাসি ক্লিনিক এর উদ্যোগে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।

সূর্যের হাসি ক্লিনিক কাজিটুলার ম্যানেজার জামিল বিন মো. মিজান চৌধুরীর সভাপতিত্বে ও পরিচালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সূর্যের হাসি নেটওয়ার্কের ওপারেশন ম্যানেজার ব্রিগে. জেনারেল অব. মুহাম্মদ আশরাফুল কাদের, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের সহকারি পরিচালক বিশ্বজিৎ কৃষ্ণা চক্রবর্তী, সূর্যের হাসি নেটওয়ার্কের ক্লিনিক্যাল সার্ভিস ম্যানেজার নকুল কুমার বিশ্বস।

বক্তব্য রাখেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক (সার্জারী) ডা আবুল কালাম আজাদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগের অধ্যাপক ড. মো আলমগীর কবির, সমাজসেবক ফখরুল ইসলাম শামিম, কাজীটুলা কেন্দ্রীয় জামে মসজিদের সেক্রেটারী মো. কামাল মিয়া কামরান, কাজী জালাল উদ্দিন সরকারী বালক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জুয়েলী খানম, ইঞ্জিনিয়ার কামরুজ্জামান, সমাজসেবক মফিজুর রহমান, সূর্যের হাসি ক্লিনিক টুকের বাজারের সিনিয়র ম্যানেজার স্বপ্না বেগম, সূর্যের হাসি ক্লিনিক সুনামগঞ্জের ম্যানেজার পান্না দে, সূর্যের হাসি ক্লিনিক টিলাগড়ের ম্যানেজার কামরুন নাহার কুরেসী, এসএসকেএস ক্লিনিক জৈন্তাপুরের ম্যানেজার সাকির আহমদ, সূর্যের হাসি ক্লিনিক কাজিটুলা শাখার অফিসার এডমিন ও একাউন্টস কেশব চন্দ্র কপালী।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন কাজীটুলা জামে মসজিদের ইমাম হাফিজ মৌলানা সিদ্দিক আহমদ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।