ঢাকাসোমবার , ২১ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

বিমান দু র্ঘ ট নায় উপস্থিত আহতদের চিকিৎসার খোঁজ-খবর নিয়েছেন পাঁচ উপদেষ্টা

rising sylhet
rising sylhet
জুলাই ২১, ২০২৫ ৭:৩৬ অপরাহ্ণ
Link Copied!

ads

ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের জাতীয় বার্ন ইনস্টিটিউটে অন্তর্র্বতী সরকারের পাঁচ উপদেষ্টা উপস্থিত হয়ে রাজধানীর উত্তরাস্থ মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসার খোঁজ-খবর নিয়েছেন।

তাদের মধ্যে রয়েছেন, আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবীর খান, গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান, ধর্ম উপদেষ্টা  ড. আ ফ ম খালিদ হোসেন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই-আজম।

উপদেষ্টারা নিহতদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন। পাশাপাশি ডাক্তার ও নার্সদের প্রতি আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানান।

ধর্ম উপদেষ্টা  ড.  আ ফ ম খালিদ হোসেন এ ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়ে বলেন, মাইলস্টোন স্কুলে হতাহতের ঘটনায় পুরো জাতি আজ শোকে স্তব্ধ। আমরা উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে পুরো জাতির সাথে আমরাও শোকে মুহ্যমান। তিনি নিহতদের রূহের মাগফেরাত কামনা করেন। এবং নিহতদের পরিবারকে শোক সইবার জন্য মহান রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ জানান।

উপদেষ্টারা সোমবার বিকেলে মাইলস্টোন স্কুলে হতাহতদের খবর নিতে জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ছুটে যান এবং প্রধান উপদেষ্টার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।