
সিলেট কল্যাণ সংস্থা, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে সোমবার (২১ জুলাই ২০২৫) সন্ধ্যা ৭.১৫ ঘটিকায় সিকস’র কেন্দ্রীয় কার্যালয়ে সিলেট মহানগরীর ৪২টি ওয়ার্ডের ফুটপাত ও রাস্তা পূর্ণরূপে দখলমুক্ত করার দাবীতে ১ ঘন্টার বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়। এই ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও আহদের সুস্থতা কামনা করা হয়।
সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে শোয়া কর্মসূচী ১০ মিনিট নির্ধারণ করা হয়। আগামী ২৩ জুলাই বুধবার বেলা ১০.৩০ ঘটিকায় সিলেট সিটি কর্পোরেশন প্রাঙ্গণে সিলেট মহানগরীর ৪২টি ওয়ার্ডের ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করতে সিলেট সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ব্যর্থতায় প্রতিবাদ সভা ও ১০ মিনিট শোয়া কর্মসূচীতে দলমত নির্বিশেষে সর্বস্তরের ভুক্তভোগী জনসাধারণকে উপস্থিত থাকার জন্য সভা থেকে আহবান জানানো হয়। সভা থেকে থেকে বাংলাদেশের সর্বস্তরের ঘুষখোর, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, দখলবাজ, ভূমিখেকো ও সরকারী অফিসের দালালদেরকে রাষ্ট্রদ্রোহী হিসাবে ঘোষণা করার জোর দাবী জানানো হয়।
জাতীয় যুব দিবস ২০১০ এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত, সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক্ব তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস’র সিলেট মহানগর কমিটির দপ্তর সম্পাদক সাগর দে-এর পরিচালনায় সভায় প্রতিবাদ সভা ও শোয়া কর্মসূচী সফলে বিভিন্ন মতামত উপস্থাপন করে বক্তব্য রাখেন সাবেক ব্যাংকার ও বিশিষ্ট্য সমাজকর্মী রাধিকা রঞ্জন পাল ছাবুল, সিকস’র কার্যকরী কমিটির সহ-সাধারণ সম্পাদক মোঃ তালেব হোসেন তালেব, সিবিযুকস’র বিভাগীয় কমিটির সভাপতি আলহাজ্জ মুখতার আহমেদ তালুকদার, সিনিয়র সহ-সভাপতি মোঃ নাজমুল হুসাইন, সহ-সাধারণ সম্পাদক বিজিত চন্দ, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক আব্দুর রাজ্জাক শাওন, যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ আল-আমিন আহমদ, সহ-শিক্ষা ও সমাজসেবা সম্পাদক মোঃ আব্দুল আলী, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক কবি ও সাহিত্যিক কামাল আহমদ, সিলেট মহানগর কমিটির সভাপতি জাকারিয়া মোহাম্মদ সালাহউদ্দিন সাকের, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ খান, অর্থ সম্পাদক পিযোষ মোদক, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ফুজায়েল আহমদ, ধর্ম সম্পাদক মোঃ হাবিবুর রহমান, যোগাযোগ ও সমন্বয় সম্পাদক মোঃ পিকুল হোসেন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক দিলীপ আচার্য, সদস্য মোঃ জুয়েল মিয়া, সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক মাসুম মিয়াজী, ধর্ম সম্পাদক মোঃ শুয়াইব আহমদ, যুব ও ক্রীড়া সম্পাদক জামাল আহমদ, সিসিক ৮নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক কুমার কৃষ্ণ দাস মিঠু, নেতৃবৃন্দদের মধ্য থেকে স্বপন মোদক, মখছুছুর রহমান, ইসহাক আহমদ রকি, দিপু মালাকার, মোঃ মহসিন উদ্দিন সুমন, গৌতম কুমার মজুমদার, মোঃ সালাহউদ্দিন ও ফরিদ আলী।