
ফজল উদ্দিন ছাতক প্রতিনিধিঃ সুনামগঞ্জের ছাতক উপজেলার দোলার বাজার ইউনিয়নের কল্যানপুর গ্রামে ভুট্টা চাষীদেরকে নিয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪জুলাই) বিকেল ৫টায় কল্যানপুর কৃষক দলের ভুট্টা ও গবাদিপশুর খাদ্য সাইলেজ প্রদর্শনী আব্দুল আহাদের বাড়ির উঠানে এ অনুষ্ঠিত হয়।
প্রদর্শনীর শুরুতে পবিত্র কালাম থেকে তিলাওয়াত করেন মাওলানা বদরুল ইসলাম।
দোলার বাজার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মসলু মিয়া দুদুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সুনামগঞ্জ জেলা উদ্যান কৃষি সম্প্রসারন অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক ফারুক আহমদ।বিশেষ অতিথি হিসাবে কৃষক দের মাঝে দিকনির্দেশনা ও পরামর্শমূলক বক্তব্য দেন ছাতক উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হুসেন খান।এসময় আরো বক্তব্য রাখেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা এনামুল ইসলাম পারবেজ, ছাতক অনলাইন প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক জুনেদ আহমদ রুনু,উপসহকারী সাদেক আহমেদ,পিংকো সরকার তোফায়েল আহমেদ।এলাকার প্রবীন মুরুব্বি হাজী মফশ্বর আলী,মসফিকূর রহমান,কল্যানপুর গ্রামের কৃষক দলের গ্রুফ সভাপতি ফজলুল করিম সহ কৃষক ও কৃষানিরা।
একই দিনে উপজেলা গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের তকিপুর গ্রামে ভুট্টা চাষীদেরকে নিয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন, মোঃ ফারুক আহমেদ, অতিরিক্ত উপপরিচালক(উদ্যান), কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, তৌফিক হোসেন খান, উপজেলা কৃষি অফিসার,উপসহকারী কৃষি কর্মকর্তা মোজাম্মেল ভূঁইয়া,পিংকু সরকার, ঝুটন তালুকদার,মাশরুফ আহমেদ,মোঃ এনামুল ইসলাম, শাহ পারভেজ, আলাউদ্দিন,লয়েস উদ্দিন,খালেকুজ্জামান, জাহাঙ্গীর আলম, পূর্ণিমা রানী দে।