
রাইজিংসিলেট- বাংলাদেশের সঙ্গে বাণিজ্য চুক্তিতে আগ্রহী ব্রাজিল। বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারে আগ্রহ প্রকাশ করেছে ব্রাজিল। সম্প্রতি ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মো. তৌহিদুল ইসলামের সঙ্গে বৈঠকে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল গালিপোলো এই আগ্রহের কথা জানান।
বর্তমানে দুই দেশের বার্ষিক বাণিজ্য চার বিলিয়ন ডলার অতিক্রম করেছে। তবে সাম্প্রতিক বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ, বিশেষ করে উচ্চ ট্যারিফের প্রভাব মোকাবিলায়, একটি বাণিজ্য চুক্তির প্রয়োজনীয়তা তুলে ধরা হয় বৈঠকে। রাষ্ট্রদূত দ্বিপাক্ষিক ট্যারিফ হ্রাস, এলসি খোলায় সহজীকরণ এবং বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে একটি ধারণাপত্র উপস্থাপন করেন।
এর প্রেক্ষিতে ব্রাজিল শিগগিরই একটি বাণিজ্য চুক্তির খসড়া প্রস্তাব পাঠাবে বলে সম্মতি জানিয়েছে। উভয় দেশের কর্মকর্তাদের মতে, সব কিছু ঠিক থাকলে ঢাকায় অনুষ্ঠিতব্য বার্ষিক বৈঠকে এ চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে।
দক্ষিণ আমেরিকার বৃহত্তম অর্থনীতির দেশ ব্রাজিলের সঙ্গে এই উদ্যোগ এলডিসি পরবর্তী বাংলাদেশের বাণিজ্যিক অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।