
রাইজিংসিলেট- প্রযোজকের বিরুদ্ধে রুচির প্রকাশ্য প্রতিবাদ, ভাইরাল ভিডিওতে চমক!
মুম্বাইয়ের এক প্রেক্ষাগৃহে সিনেমার স্ক্রিনিং চলাকালীন ঘটে যায় রীতিমতো নাটকীয় এক ঘটনা। বলিউড অভিনেত্রী রুচি গুজ্জর জনসমক্ষে প্রযোজক ও অভিনেতা মন সিংহকে লক্ষ্য করে জুতা ছুড়ে মারেন। মুহূর্তেই সেই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনাটির সূত্রপাত একটি আর্থিক প্রতারণা সংক্রান্ত অভিযোগ ঘিরে।
অভিনেত্রী রুচি গুজ্জর অভিযোগ করেছেন, প্রযোজক করণ সিং চৌহান ও মন সিংহ তাকে একটি হিন্দি টিভি সিরিয়ালের সহ-প্রযোজক হিসেবে কাজ দেওয়ার প্রতিশ্রুতি দেন। সেই বিশ্বাসে তিনি ২০২৩ সালের জুলাই থেকে ২০২৪ সালের জানুয়ারি পর্যন্ত তার নিজস্ব প্রতিষ্ঠান ‘এসআর ইভেন্ট অ্যান্ড এন্টারটেনমেন্ট’-এর পক্ষ থেকে ‘কে স্টুডিও’ নামক কোম্পানির বিভিন্ন অ্যাকাউন্টে মোট প্রায় ২৪ লাখ টাকা পাঠান।
কিন্তু পরবর্তীতে প্রতিশ্রুত প্রকল্পে কোনও অগ্রগতি হয়নি। অভিযোগ অনুযায়ী, সংশ্লিষ্ট প্রযোজকরা ফোন রিসিভ বন্ধ করে দেন, অর্থ ফেরত দেননি এবং একপর্যায়ে রুচিকে হুমকিও দেন। এই পরিস্থিতিতে তিনি ২৪ জুলাই ২০২৫, ওশিওয়ারা থানায় প্রতারণার অভিযোগে মামলা করেন। অভিযোগটি ভারতের নতুন ফৌজদারি বিধি (BNS) ২০২৩-এর ধারা ৩১৮(৪), ৩৫২ ও ৩৫১(২)-এর আওতায় নথিভুক্ত হয়েছে।
ঘটনার দিন, মুম্বাইয়ের সিনেপলিস হলে ‘সো লং ভ্যালি’ ছবির স্ক্রিনিং চলাকালে রুচি প্রতিবাদ জানাতে উপস্থিত হন। তার সঙ্গে থাকা কয়েকজন পোস্টারে লাল ক্রস চিহ্ন এঁকে বিক্ষোভ জানান। হঠাৎ মন সিংহের সঙ্গে তর্কে জড়িয়ে তিনি জুতা ছুড়ে মারেন—যা উপস্থিত দর্শকদের চমকে দেয়।
রুচি গুজ্জরের ভাষ্য অনুযায়ী, “আমি শুধু টাকায় ঠকিনি, মানসিকভাবেও একপ্রকার নির্যাতনের শিকার হয়েছি। এটি শিল্পের সঙ্গে প্রতারণা। আমি চাই এই ঘটনার ন্যায্য বিচার হোক।”
পুলিশ জানায়, এফআইআরে সব ধরনের আর্থিক লেনদেন, অ্যাকাউন্ট নম্বর এবং ক্ষতির পরিমাণ স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। তদন্ত প্রক্রিয়া চলছে।