ঢাকাসোমবার , ২৮ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

কলকাতা বিমানবন্দরে ভুয়া পাসপোর্টসহ আ ট ক ২ বাংলাদেশি নাগরিক

rising sylhet
rising sylhet
জুলাই ২৮, ২০২৫ ১:৫৭ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- কলকাতা বিমানবন্দরে ভুয়া পাসপোর্টসহ আ ট ক ২ বাংলাদেশি নাগরিক। ভারতের কলকাতা বিমানবন্দরে ভুয়া ভারতীয় পাসপোর্ট ব্যবহার করার অভিযোগে দুই বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। তাদের নাম বাবলা বড়ুয়া (৩৩) ও চয়ন বড়ুয়া (২৬), এবং দুজনেই বাংলাদেশের চট্টগ্রাম জেলার বাসিন্দা বলে জানা গেছে।

খবরে বলা হয়, শনিবার হো চি মিন সিটির উদ্দেশ্যে ইন্ডিগোর একটি ফ্লাইট ধরার আগে ইমিগ্রেশন চেকপয়েন্টে সন্দেহজনকভাবে তাদের আটক করা হয়। তারা নিজেদের নাম জানিয়েছিল রাহুল গৌতম চৌধুরী ও সুমন আদিত্য সাহা এবং পুনে শহরের বাসিন্দা বলে দাবি করেছিল। কিন্তু ইমিগ্রেশন কর্মকর্তারা পাসপোর্ট যাচাই করে নিশ্চিত হন যে, তাদের দেখানো ভারতীয় পাসপোর্ট ভুয়া।

পরবর্তীতে দুইজনকেই বিধাননগর কমিশনারেটের অধীনস্থ বিমানবন্দর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

ভারতীয় পুলিশ সূত্র জানায়, প্রাথমিক তদন্তে জানা গেছে, তারা ২০১৭ বা ২০১৮ সালে ট্যুরিস্ট ভিসায় হরিদাসপুর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে ছিলেন এবং এরপর থেকে সেখানেই বসবাস করছিলেন। তাদের বিরুদ্ধে বিদেশি নাগরিক আইন, ছদ্মবেশ ধারণ এবং জালিয়াতিসহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, তাদের ভারতে আসার উদ্দেশ্য এবং এতদিন কী ধরনের কর্মকাণ্ডে যুক্ত ছিলেন, সে বিষয়ে তদন্ত চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।