রাইজিংসিলেট- ফেঞ্চুগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিঠাইটিকর গ্রামে অভিযান চালিয়ে উজ্জ্বল মিয়া (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ।
রবিবার (২৭ জুলাই) সন্ধ্যার পর গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে আটক করে।
গ্রেপ্তারকৃত উজ্জ্বল মিয়া উপজেলার পিঠাইটিকর গ্রামের মৃত পাখি মিয়ার ছেলে।
ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান খান জানান, অভিযানে উজ্জ্বলের কাছ থেকে ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা বিক্রির নগদ ৬ হাজার ৮০০ টাকা এবং মাদক কারবারে ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। গ্রেপ্তারকৃতকে আদালতে হাজির করে কারাগারে পাঠানো হবে বলে জানান তিনি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।