
বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানিয়েছেন ,বিগত সরকারের শেষ ১০ বছরে বিএনপি ও জামায়াতে ইসলামীর সঙ্গে চীনের যোগাযোগে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছিল বলে ।
চীনা রাষ্ট্রদূত বলেন, বিগত সরকার বাধা দিলেও এখন সময় এসেছে, তাই তারা (বিএনপি-জামায়াত) পুনরায় যোগাযোগ চালুর উদ্যোগ নিয়েছে। তারা এ ধরনের সফর–বিনিময় ও যোগাযোগ পুনঃস্থাপন করতে চায়।
মঙ্গলবার (২৯ জুলাই) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোমেটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব) আয়োজিত ‘ডিকাব টক’ অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
ইয়াও ওয়েন বলেন, তিস্তা বহুমুখী প্রকল্প বাস্তবায়নের চীন পুরোপুরি প্রস্তুত। এখন বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হবে।
এ সময় বাংলাদেশের আসন্ন নির্বাচনের বিষয়ে তিনি বলেন, বাংলাদেশের জাতীয় নির্বাচন কখন হবে- সেটি অভ্যন্তরীণ বিষয়। এ ছাড়া বাংলাদেশে জাতীয় সরকার গঠন হওয়া না হওয়ার বিষয়টিও অভ্যন্তরীণ বিষয়।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর বিভিন্ন বাংলাদেশি প্রতিনিধিদল চীন সফর করেছে। বিএনপি ও জামায়াত পৃথকভাবে ইতোমধ্যে চীন সফর করেছে।