
রাইজিংসিলেট- মানিকপীর গোরস্তানে কুকুরের উপদ্রব, সতর্ক থাকার আহ্বান। সিলেট সিটি কর্পোরেশনের মালিকানাধীন হযরত মানিকপীর (রহ.) গোরস্তানে কুকুরের আক্রমণের ঘটনার পর সেখানে জিয়ারত করতে আসা দর্শনার্থীদের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।
২৯ জুলাই (মঙ্গলবার) সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে গোরস্তানের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা মো. রজব আহমদ এই সতর্কবার্তা জানান। তার ভাষ্য অনুযায়ী, ওইদিন আসরের নামাজের পর শাহজালাল (রহ.) দরগাহ মাদ্রাসার দুই শিক্ষার্থী জানাজার উদ্দেশ্যে গোরস্তানে প্রবেশ করলে কয়েকটি কুকুর হঠাৎ তাদের আক্রমণ করতে উদ্যত হয়। শিশুরা দৌড়ে পালাতে গেলে এক শিক্ষার্থী সামান্য আহত হয়।
সিসি ক্যামেরায় বিষয়টি নজরে আসার পর গেইটম্যান ও সুপারভাইজারসহ কয়েকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং শিশুদের নিরাপদে ফিরিয়ে দেন।
রজব আহমদ জানিয়েছেন, গোরস্তানের আশপাশে এলাকাবাসী ময়লা ফেলার কারণে কুকুরগুলো সেখানে ভিড় করছে। বারবার অনুরোধ সত্ত্বেও এ সমস্যার সমাধান না হওয়ায় তিনি নগরবাসীকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান। তার মতে, এলাকাটিতে বড় দুটি ডাস্টবিন বসানো হলে কুকুরের উৎপাত কমতে পারে।
এ বিষয়ে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকার জানান, দ্রুত ডাস্টবিন সরবরাহের ব্যবস্থা নেওয়া হবে।