
রাইজিংসিলেট- সুস্থতার জন্য পবিত্র দোয়া: ইসলামিক দৃষ্টিকোণ। আধুনিক জীবনের ব্যস্ততা, মানসিক চাপ ও নানান রোগব্যাধির মাঝে একজন মুমিনের জন্য শারীরিক ও মানসিক সুস্থতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলাম ধর্মে শারীরিক ও আত্মিক সুস্থতার জন্য দোয়ার গুরুত্ব অপরিসীম।
পবিত্র কুরআন ও হাদিসে এমন অনেক দোয়া উল্লেখ আছে যা রোগ থেকে আরোগ্য লাভ ও শারীরিক সুস্থতা কামনার জন্য পাঠ করা হয়। নিচে এমন একটি প্রামাণ্য দোয়া তুলে ধরা হলো:
“আল্লাহুম্মা ইন্নি আ’উযু বিকা মিনাল-বারাসি, ওয়াল-জুনূনি, ওয়াল-জুযামি, ওয়া মিন সাইয়্যি-ইল-অস্ক্বাম।”
অর্থ: হে আল্লাহ! আমি আপনার কাছে আশ্রয় চাই কুষ্ঠ, উন্মাদনা, কুষ্ঠরোগ এবং সব ধরণের ভয়ানক রোগ থেকে।
(সূত্র: আবু দাউদ, হাদিস: ১৫৫৪)
এছাড়াও অসুস্থতার সময় নবী করিম (সা.) যে দোয়া পড়তেন, তা হলো:
“আযহিবিল-বাস, রব্বান্নাস, ইশফি, আন্তাশ-শাফি, লা শিফা’আ ইল্লা শিফাউকা, শিফাউঁ লা ইউগাদিরু সাক্বামা।”
অর্থ: কষ্ট দূর করে দাও, হে মানুষের প্রতিপালক, আরোগ্য দান করো। তুমি-ই আরোগ্য দানকারী। তোমার দেওয়া শিফা ছাড়া অন্য কোনো শিফা নেই; এমন শিফা দাও, যাতে কোনো অসুখ না থাকে।
(সহীহ বুখারি ও সহীহ মুসলিম)
সুস্থতার জন্য শুধু শারীরিক যত্নই নয়, আত্মিক সংযোগ এবং আল্লাহর প্রতি নির্ভরতাও অত্যন্ত জরুরি। এসব দোয়া নিয়মিত পড়া, পাশাপাশি সদাচরণ ও হালাল খাদ্য গ্রহণ আমাদের শরীর ও আত্মার সুস্থতায় সহায়ক হতে পারে।