ঢাকাবৃহস্পতিবার , ৩১ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

বিআইটি আদলে স্বায়ত্তশাসনের দাবিতে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থীদের বি ক্ষো ভ

rising sylhet
rising sylhet
জুলাই ৩১, ২০২৫ ১২:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

ads

সিকৃবি প্রতিনিধি :সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা ( ‘বিআইটি’) এর আদলে একাডেমিক ও প্রশাসনিক স্বায়ত্তশাসন নিশ্চিত করার দাবিতে বিক্ষোভ করেছে। আজ দুপুর ১২টা ৩০ মিনিটে কলেজ ক্যাম্পাস থেকে শুরু হয় এ কর্মসূচি। এসময় তারা “এক দফা, এক দাবি — বিআইটি, বিআইটি ” স্লোগান দেন।

বিক্ষোভের অংশ হিসেবে একটি মিছিল ইঞ্জিনিয়ারিং কলেজের প্রশাসনিক ভবন থেকে শুরু হয়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মূল ফটক পর্যন্ত যায়। সেখানে মানববন্ধনের মাধ্যমে বিদায় কর্মসূচি পালন করা হয়, যেখানে উপদেষ্টা তখন বিশ্ববিদ্যালয়ের ওরিয়েন্টেশন প্রোগ্রামে অংশ নিচ্ছিলেন।

 

 

বিক্ষোভকারীরা জানান, দীর্ঘদিন ধরে শিক্ষা অধিদপ্তরের অধীনে থাকা ইঞ্জিনিয়ারিং কলেজগুলো নানাবিধ বৈষম্য ও সমস্যার সম্মুখীন হচ্ছে। দ্বৈত প্রশাসনিক কাঠামো, শিক্ষক ও বাজেট সংকট, প্রশাসনিক জটিলতা, এবং মৌলিক চাহিদা পূরণে ব্যর্থতা শিক্ষার্থীদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার জানালেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বরং অবহেলা করা হয়েছে বলেই শিক্ষার্থীরা দাবি করেন।

শিক্ষার্থীরা আরও জানান, শিক্ষামন্ত্রীর উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের জন্য একাধিকবার চেষ্টা করা হলেও বিভিন্ন তালবাহানার মাধ্যমে তা বিলম্বিত করা হয়েছে। অবশেষে আজ দুপুর ২টায় তিনজন প্রতিনিধিদল উপদেষ্টার সঙ্গে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে সাক্ষাৎ করেন।
সাক্ষাতে উপদেষ্টা বলেন, “BIT এর আদলে একটা নতুন স্বতন্ত্র অধিদপ্তর তৈরির সক্ষমতা আমার নেই, আমি শুধু সংস্কার করতে পারব। এর বাইরে কিছু করতে পারব না। আপনারা চিফ অ্যাডভাইজারের সঙ্গে দেখা করুন।”

শিক্ষার্থীরা স্পষ্ট করে জানিয়েছেন, এই বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাবে এবং যদি এর ফলে কোনো সমস্যা সৃষ্টি হয়, তার সম্পূর্ণ দায় সরকারের এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।