
রাইজিংসিলেট- হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলায় বিয়ের আয়োজন চলাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ৩০ জুলাই, বুধবার উপজেলার গুনই মদনমুরত গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি বিষু পাল (৬৫) ওই গ্রামের বাসিন্দা এবং বরের বাবা ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বিষু পালের বড় ছেলে বিজয় পালের বিয়ে নির্ধারিত ছিল ৩১ জুলাই। এ উপলক্ষে বাড়িতে আলোকসজ্জার কাজ চলছিল। বাড়ির একটি গ্রিলে অস্থায়ীভাবে টানা বিদ্যুতের তারে ত্রুটি থাকায় সেখানে লিকেজ হয়। সকালে অসাবধানতাবশত বিষু পাল ওই গ্রিলে হাত দিলে তাত্ক্ষণিকভাবে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন জানান, “ঘটনাটি খুবই দুঃখজনক। বিয়ের আনন্দ মুহূর্তেই শোকের ছায়া হয়ে আসে।”
পরিবারের পক্ষ থেকে মরদেহের ময়নাতদন্ত ছাড়াই গ্রহণের জন্য হবিগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করা হয়েছে। এলাকাজুড়ে ঘটনার পর শোকের পরিবেশ বিরাজ করছে।