ঢাকাশুক্রবার , ১ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ফুটপাত অবৈধ দখলদারদের বি রু দ্ধে যৌথবাহিনী উচ্ছেদ অ ভি যা ন

rising sylhet
rising sylhet
আগস্ট ১, ২০২৫ ৮:০৩ অপরাহ্ণ
Link Copied!

ads

রাস্তার দু পাশের ফুটপাত অবৈধ দখলদারদের বিরুদ্ধে যৌথবাহিনী উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে।

অভিযানে উপস্থিত ছিলেন- বিয়ানীবাজার থানা অফিসার ইনচার্জ আশরাফ উজ্জামান, পুলিশ, আনসার ও সেনাবাহিনীর সদস্যরা।

শুক্রবার বিকেলে বেদখল হওয়া ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে এ উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার মো. গোলাম মুস্তফা মুন্না।

অভিযানে বিয়ানীবাজার পৌরশহরের বিভিন্ন মার্কেট সংলগ্ন সড়কের দুই পাশের শতাধিক অবৈধ অস্থায়ী দোকান, ভাসমান স্টল এবং সড়কের উপর রাখা নির্মাণসামগ্রী উচ্ছেদ করা হয়। দীর্ঘদিন ধরে এ সড়কের পথচারী এবং যানবাহন চলাচলে চরম ভোগান্তির শিকার হয়ে আসছিলো।

থানা ওসি মো. আশরাফ উজ্জামান বলেন, ফুটপাত পুনরায় অবৈধভাবে দখল করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার মো. গোলাম মুস্তফা মুন্না বলেন, বিয়ানীবাজার পৌরশহরের বেদখল হওয়া সড়ক ও ফুটপাত সাধারণ মানুষের চলাচল ব্যাহত হয়ে আসছিলো। এখন থেকে পৌরসভা এলাকায় যানজট নিরসনে কাজ করা হবে। আজ প্রথম দিন হিসেবে কাউকে কোনো জরিমানা করা হয় নি। তবে পরবর্তীতে যে প্রথমে এ আইন ভঙ্গ করবে এবং যারা অবৈধ উপায় অবলম্বন করবেন তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে। অবৈধ দখলদারদের কোন ক্রমেই ছাড় দেয়া হবে না।

এর আগে বৃহস্পতিবার রাতেই প্রায় ৯০ ভাগ পরিষ্কার হয়ে গেছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাদেরকে ধন্যবাদ জানান। বিয়ানীবাজার পৌর শহরের কলেজ রোড সম্মুখের মেইন রোডের পাশের ফুটপাতে অবৈধ সব্জি বিক্রেতাদের স্থাপনা তারা নিজ উদ্যোগেই অপসারণ করে নিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।