কোম্পানীগঞ্জ উপজেলার শহীদ স্মৃতি টুকেরবাজার উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির মিটিং চলাকালে দুপক্ষে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর ও কয়েকজন আহত হয়েছেন।
শহীদ স্মৃতি টুকেরবাজার উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির মিটিংয়ে সাবেক সভাপতি ও উপজেলা আ.লীগের যুগ্ম সম্পাদক ইয়াকুব আলীর লোকজন এবং বর্তমান সভাপতি ও জেলা বিএনপির উপদেষ্টা এড. কামাল হোসেনের লোকজন উপস্থিত ছিলেন।
শনিবার দুপুর ১২টায় এ সংঘর্ষের এ ঘটনা ঘটে।
জানা যায়, মিটিং চলাকালীন সময়ে বিদ্যায়ের বাহিরে দ’পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে তাদের আরো লোকজন টুকেরবাজারে জড়ো হলে বড় ধরনের সংঘর্ষ বাঁধে।
এতে বাজারের কয়েকটি দোকান ভাংচুর করা হয়। সংঘর্ষে শাকিল ইসলাম ও ফারুক মিয়াসহ ৫/৭ জন আহত হন। পরে পুলিশ এসে তাদের সংঘর্ষ থামাতে সক্ষম হয়।
কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদআদনান জানান, বিদ্যালয়ের মিটিং চলাকালে তাদের দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে ৫/৭ জন আহত হয়েছেন বলে শুনেছি। সংঘর্ষের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মারামারি থামাই।
এবিষয়ে অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করা হবে।
আওয়ামী লীগ নেতা ইয়াকুব আলী ও বিএনপি নেতা এড. কামাল হোসেনের গ্রুপের মধ্যে বেশ কিছুদিন থেকে বিবাদ চলছিল। এরই জের ধরে শনিবার তাদের মধ্যে সংঘর্ষ হয়।