
রাইজিংসিলেট- শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই-আগস্টের সহিংসতার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ শুরু হচ্ছে।
রবিবার (৩ আগস্ট), বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর সূচনা বক্তব্য দেবেন। জানা গেছে, এই কার্যক্রম রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বিটিভিতে সরাসরি সম্প্রচার করা হবে। সূচনা বক্তব্যের পরেই সাক্ষ্যগ্রহণ শুরু হবে।
এরইমধ্যে মামলার রাজসাক্ষী হিসেবে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাকে আগে মামলার আসামি করা হলেও এখন তিনি সাক্ষ্য দেবেন রাষ্ট্রের পক্ষে। আজ সকালে কারাগার থেকে হাজির করা হয় আরেক সাক্ষী, সাবেক আইজিপি মামুনকে। তবে তিনি হাতকড়া পরিহিত ছিলেন না।
উল্লেখ্য, গত ১০ জুলাই ট্রাইব্যুনাল শেখ হাসিনা, আসাদুজ্জামান কামাল এবং চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে বিচার শুরুর আদেশ দেয়। অভিযোগে বলা হয়েছে, ১ হাজার ৪০০ জন ছাত্র ও সাধারণ মানুষ হত্যার নির্দেশ, উসকানি ও সহায়তার মাধ্যমে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছিল।